চোখের সামনের আতশ কাঁচটা
সরিয়ে দিয়ে দ্যাখো ...  
সুন্দর বর্ণময় এক ছোট্ট কুঁড়ে ঘর
আনন্দ উচ্ছলে ঘেরা তার আঙিনা,

স্বপ্নের তুলিতে আঁকা আলপনা
রাঙিয়ে দিয়ে দ্যাখো ...
হঠাৎ নেমে আসা বরষা
কাকভেজা শরীর,

রামধনু রঙে রাঙানো দুনিয়া
ভালোবাসা দিয়ে দ্যাখো...
জমে থাকা পুঞ্জিভূত বেদনা
মুক্ত, আলিঙ্গনাবদ্ধ ।