জানো, এখনও আমাদের গাঁ-টা আগের মতই আছে ।
লাল সুরকি ওঠা ধুলোর পথে
গরুর গাড়ি চলে,  
ছোট্ট নদীর বাঁকে সোনালী রোদ্দুরে
শোনা যায় হাঁসের দলের কলোচ্ছাস,  
এখনও কাশফুলের ঝাড়ে ভরে ওঠে
শুভ্রতার মধুরতা  
শিউলি ফুলের ঝরা বেলায়
শারদীয় সুবাসের আকুলতা ।
দোলের সময় রঙ খেলা, খুনসুটি
ঘন বর্ষায় রিমঝিম ঝিম বৃষ্টিতে
ভিজে সপসপে পোশাকের আকুতি,  
যে ছোট্ট কৃষ্ণচূড়াটা
পুকুর পাড়ে তার ছত্রছায়ায়
একটু একটু করে আমাদের পূর্ণতা দিয়েছিল,                      
বসন্ত বেলায় কনে দেখা গোধূলি রঙের বিকেলে  
পাশে থাকত দু’জনের আলাপনে,  
জানো, এখন সে যৌবনের পরিপূর্ণতায় অপরূপ
লালে লাল ভালোবাসার রঙ ছড়ায় মধুর প্রেম ।
লাল রঙ গায়ে মেখে খুঁজে চলি তোমার সনে  
সাত সাগর তেরো নদীর পাড়ে
টেমসের জলে, ড্যাফোডিলের আকাশে ।
জানো, কৃষ্ণচূড়ার পাশে একটু একটু করে
বেড়ে উঠেছে একটা রাধাচূড়া
একটু বড় হতেই তার কিশোরী রূপে  
হলুদ ফুলে ভরেছে তার দেহশোভা,  
রাধাচূড়ার সাথে কৃষ্ণচূড়ার সে কি প্রেম !
আমি প্রতিদিন পুকুরের টলটলে জলে
দেখি সে ছলছলে ছবি
পুকুর পাড়টা লাল হলুদ আবিরে
হয়ে যায় একাকার ।
সাঁঝবেলার ধূসর আকাশ  
একটু একটু করে পেত চাঁদের ছোঁয়া
কখনো তার আধভাঙ্গা রূপ                                                      
কখনো পূর্ণিমার প্লাবনে স্নাত,
মনে পড়ে, চাঁদের জ্যোৎস্নার প্লাবনে
কি উপভোগ্য ছিল আমাদের গাঁয়ের লাল পথ !  
মনে জড়িয়ে কত স্মৃতি কত স্বপ্ন কথা
তবু জানো, এখনও আমাদের গাঁ-টা আগের মতই আছে
রোজ আমরা দু’জনেই দেখি একই আকাশ একই চাঁদ ।