নীল আকাশে সোনালি রোদ্দুর
নদী উত্তাল যেন সমুদ্দুর,
লালচে মেঘ গোধূলির ছোঁয়ায়
মনের যত কালিমা ধোঁয়ায়,
সন্ধ্যা-তারার মিষ্টি হাসি
চোখের মুগ্ধতায় বড় বিশ্বাসী,  
রাতের আঁধারে চাঁদের পরশ
প্রকৃতির বুকে মেলে হরষ,
শিশির ভেজা ঘাসে
সূর্যি মামা হাসে,
জীবন-প্রকৃতি এইভাবে ওঠে সেজে
সময়-নিয়মের ঘণ্টা চলে যায় বেজে ।।