কন্যা – সে  মা, সে  মেয়ে,
সে জায়া, সে  জ্যোতির্ময়ী
সূর্যের রক্তিম আভায় ছড়িয়ে যায়
ফুলের মত স্নিগ্ধ এক মূর্তি মৃণ্ময়ী ।


পবিত্রতায় ভরা দুনয়নে ঝরে
উজ্বল বুদ্ধিদীপ্ত রূপের আগুন
মুগ্ধতায় পরিপূর্ণতায় উচ্ছলিত যৌবনে
ধরা দেয় তার কাছে রহস্যময়ী ফাগুন ।


কন্যার আঁচলে বেঁধে রাখা সংজ্ঞাগুলো
স্বপ্নের মত আকাশ নীলে বেড়ায় ভেসে
অপরূপা, সুললিতা, সুচরিতা, মাধুরিতা
আরও অনেক লুটোপুটি খায় হেসে ।


কন্যা সন্তান, নয় কো অবহেলার
সর্বকাজে সে এখন পুত্র-সন্তান সমান
দায়িত্ব কর্তব্য সচেতনে অনেক এগিয়ে
দেশ,সমাজ কল্যাণে রাখবে সততার মান ।