নদী পারে বসে একা ভাবি মনে  
কখন আসবে ভেলা বাজবে বাঁশি ক্ষণে,  
পারের মাঝি ওপার হতে কষছে রশি
আরশি ফেলে নদীর স্রোতে জাগায় স্বপ্ন-অসি,
আসবো যাব জোয়ার স্রোতের টানে  
ভাসবো শুধু কল্লোলিনীর গানে,
সারা দেহে বয়ে যায় ঠাণ্ডা সমীরণ স্তরে  
শাপলা ফুলের সুধায় হৃদয় ভরে,  
বেলা শেষে পাখির কুজন ভগ্ন অনুরাগে
পুরোনো সেতারের তার কেটে দেয় সুর-বেহাগে,
সূর্য ডোবার পালা এল অবশেষে
বসে থাকি মাঝির তরে পাড়ি দিতে ওপারের দেশে ।।