বাংলা মোদের মা
মোদের প্রথম ফোটা বুলি
এই মাটিতে জনম মোদের  
কেমনে তোমায় ভুলি ।

মধুর চন্দনী সুগন্ধে ভরানো
মোদের মায়ের ভাষা
এই শীতল ধরণী কোলে
ধর্ষিত হয়েছিল মোদের আশা ।

বন্দুক বেয়নেট তুচ্ছ করে          
শত শত বীর দিয়েছিল নিজেদের বলি
মাকে রক্ষার মহামন্ত্রে
বুকের রক্তে তারা দিয়েছিল অঞ্জলি ।

মায়ের গর্বে প্রাণ দিয়েছিল
বরকত, সালাম, রফিক আরও কত বীর
একুশে ফেব্রুয়ারি লালে লাল হয়েছিল
ঢাকার রাজপথে, উন্নত তাদের শির ।

বছর ঘুরে আবার আসে সেই দিন  
রক্তাক্ত একুশে ফেব্রুয়ারি  
প্রনমি তাদের নতশিরে
নয়নে ঝরে বারি ।  

ফিরে এসো তোমরা জনম জনম ধরে
হয়ে থেকো চিরবরণীয়
বাংলা মায়ের কোলে সুখ-নিদ্রায় থেকে
প্রতিটি বাঙালীর হৃদয়ে চিরস্মরণীয় ।।

           ***