দু’হাতে মন্দিরা বেজে চলে
ডিঙি তখন মাঝ নদীর জলে
টালমাটালে করি বাঁচার চেষ্টা আপ্রাণ
তাড়নায় হাত বাড়াই, রচি স্বপ্নের সন্ধান ।


দু’হাতে মন্দিরা বেজে চলে
বুদবুদ ওঠে জলে  
ব্যাথার সাগরে ভাসি আনমনে
ডুব সাঁতার জানিনা, ভেসে যাব কতক্ষণে !  


দু’হাতে মন্দিরা বেজে চলে
খড়কুটো পড়ে যায় অথৈ জলে  
যাত্রী বোঝাই ডিঙিতে বসে থাকি দাঁড়ে  
একের পর এক চলে যাই অজানা পাড়ে ।।
             ***