নিশুতি রাত
রিমঝিম বৃষ্টি
রিনিরিনি স্মৃতিগুলো ভেসে চলে
আলো-ছায়ার খেলায়,
মেঘময় আকাশে আমার বিচরণ
পর্দার উন্মোচনে ভালোলাগাগুলো
চোখের জল হয়ে মিশে যায়
বৃষ্টির সাথে একাত্বের মেলায়,  
খারাপলাগাগুলো কালো মেঘ হয়ে
জমে বুকের গভীরে
অতর্কিত বাজের ফুলকিতে
জোনাকির মিটি মিটি আলোয়,
নিশুতি রাত
বেজে যায় রিমঝিম ঝিম  
রিনিরিনি স্মৃতিগুলো
আত্মসমর্পণ করে রঙিন কাঁচের ধুলোয় ।।