নতুন দিনের নতুন স্বপ্নে
নতুন বছর এলো
দুঃখ গ্লানি অভিমান নিয়ে
সব এলোমেলো করে গেলো ।
নতুন জীবন নতুন আশা
ভেসে যাবে নতুন নদীর জলে
যদি মোরা না যাই সঠিক পথে
তলিয়ে যাব নদীর অতল তলে ।
জাগো বন্ধু, ওঠো বন্ধু
ভেদাভেদ ভুলে নাও নতুন শপথ
ভালোবাসার মশাল জ্বেলে
গড়ে তোলো ঐক্য-শান্তির নতুন রথ ।।