অজস্র সাগর-গহ্বরে  
অজস্র জমে থাকা কান্না
অজস্র উদ্বেলিত হাসি
অজস্র ঢেউয়ের পর ঢেউ
অজস্র শুভ্র ফেনা আছড়ে পড়ে
অজস্র বালুকা তটে ।

অজস্র বাঁধ ভাঙ্গা জোয়ারের টানে
অজস্র ভেঙ্গে যাওয়া প্রেম
অজস্র হৃদয়-বিদারক অস্তিত্ব
অজস্র কুরে কুরে খাওয়া মন
অজস্র হাসির কলধ্বনি খানখান হয়ে যায়
অজস্র ঝাউবনের কিনারে কিনারে ।

তবুও –
অজস্র সলজ্জ আঙিনায়
অজস্র আকাশনীল মেঘের আঁচলে  
অজস্র সাগর-তল ছুঁতে চায় উচাটন মন  
অজস্র ভালোবাসার স্রোতে ভাসতে চায়
অজস্র জমে থাকা হাসি-কান্নার ঢেউ  
অজস্র মিলন-চোখের নিমেষ-উচ্ছ্বাস ।।