রোদ বৃষ্টির অন্তরালে
অভিসারিণী কালো মেঘেরা  
মুচকি হেসে আকাশে  
ভালোবাসায় ভাসে,
সমষ্টির বাঁধন ছিঁড়ে
অনুপরমাণুর বিশ্লেষণে
ছুটে চলে কথাকলির ভাষায়
লজ্জাশীল অন্তহীন প্রত্যাশায়,
রোদ বৃষ্টির আড়ালের মাঝে
রোদের প্রতিবিম্ব ঘোমটায় ঢাকে
অনন্ত আশায় ঘোমটা নামে নুড়িতে  
বহু দূরে বহু দূরে অপার পুরীতে ।