আঁধার রাতের নিস্তব্ধতা ভেঙ্গে
এক দমকা হাওয়া
এলোমেলো করে দিল
সবুজ গাছের ডালপালা
ভেঙ্গে দিল সুখের নিদ্রা- স্বপ্ন
উড়িয়ে নিল সযত্নে রাখা
প্রিয় উপহারের আবিরটুকু ।
ইচ্ছে ছিল যখন পাব দেখা
আমার মনের মণিকোঠায়
রাঙিয়ে দেব তোমায়
ছন্দে ছন্দে লাল আবিরে ।
থামল ঝড় নামল বৃষ্টি
দু'চোখের কোল ছাপিয়ে
নেমে এল জল,
দোদুল্যমান হৃদয় সংজ্ঞা খোঁজে
ভালবাসার সুখ পাখিটা কি ?
পাব কি দেখা আঁধার রাতে
আবিরে রাঙানো ভালবাসার ?