বৃষ্টি ভেজা সন্ধ্যাবেলায়
এস না বসি দু'জনায়
খোলা জানালার ধারে,
সিরসিরে দখিনা হাওয়ায়
আত্মহারা হয়ে যাই
জুঁই বেলির সুবাসে,
বিদ্যুতের চমকে অন্ধকার ঘরে
দেখি শুধু আমারই প্রতিচ্ছবি  
তোমার দু'চোখের আয়নায়,
ভালবাসার ঝড়ো হাওয়ায়
দিশেহারা হয়ে উড়তে থাকি
উন্মুক্ত  রোমান্টিকতার ছোঁয়ায়,
উড়ন্ত ভাবনায় মুগ্ধতায়
দৃষ্টি প্রসারিত হয় খোলা আকাশে
বৃষ্টি ভেজা এই সন্ধ্যাবেলায় ।।