মেঘের ঘোমটার আড়ালে
বাঁকা চাঁদের লুকোনো হাসি
সৃষ্টি করে চলে নতুন রোমাঞ্চ,
হাতছানি দেয় অন্ধকার রাত
দাপিয়ে ধেয়ে আসে
পৃথিবী কাঁপানো ঝঞ্ঝার পাহাড়
সামনের দৃশ্য ঝাপসা করে
ঝমঝমিয়ে নামে অবিশ্রান্ত বৃষ্টি,
দিশেহারা পথিক ক্লান্ত-বিধ্বস্ত শরীরে
মুষড়ে পড়ে দিশাহীন পথে ।

ডানা ঝটপটিয়ে ওঠে
নাম-না-জানা এক পাখি
আকাশের বুক চেরা
বিদ্যুতের ঝলকে
অজানা এক পথ দেখায়,
দিশেহারা পথিক ছুটে চলে
অচেনা বন্ধুর পথে
কাঁটার আঘাতে ছিন্ন শরীরে
ঘন আঁধার ভেদ করে বহুদূরে
যদি দেখা পায় তারে নতুন সকালে ।।