এস,এম,এস, ই-মেল নয়
তোমাকে পাঠালাম
এক খোলা চিঠি,
কবুতরের ঠোঁটের আগায়
মেঘের পালকে ভাসতে ভাসতে
পৌঁছে যাবে তোমার হাতে,
তোমার দু'হাতের ছোঁয়ায়
সার্থক হবে আমার চিঠি
আমার ভালবাসা-কলমের ফসল,
রক্তিম আভায় আরক্ত মুখমণ্ডল
আনন্দাশ্রুজলে সিক্ত হয়ে
ভিজিয়ে দেবে চিঠির পাতা,
লাল কালিতে মাখামাখি দু'হাত
এঁকে দেবে স্বপ্নালু গল্পের ছবি
এই বৃষ্টি ভেজা সন্ধ্যাবেলায় ।।