তুমি এসেছ -
মলয় বাতাস গুনগুনিয়ে গান শোনালো,
তুমি এসেছ -
ঘন কালো মেঘে আকাশ ছেয়ে গেল,
তুমি এসেছ -
রুমঝুম নূপুর বাজলো,
তুমি এসেছ -
সবুজ প্রান্তর মধুর হাসি হাসল,
তুমি এসেছ -
জুঁই বেলি ভালবাসার পরশ পেল,
তুমি এসেছ -
খরস্রোতা নদী আরও চঞ্চলা হল,
তুমি এসেছ -
কপোত কপোতী রোমাঞ্চের সুধায় ভাসল,
তুমি এসেছ -
দুষ্টু ভ্রমরেরা ঐকতান ধরল,
তুমি এসেছ -
সবুজ স্বপ্ন মনে পড়ল,
তুমি এসেছ -
যৌবন বেলা ফিরে এল,
তুমি এসেছ -
রামধনু রঙ মনকে ছুঁয়ে গেল,
তুমি এসেছ -
ভালবাসা নতুন ছোঁয়া পেল ।।