সবুজ  সবুজ  সবুজ
মন বড় অবুঝ,
ডানা মেলে উড়ে যেতে চায়
সুদুরে নীল নীলিমায়   ।

কত আশা রঙিন নেশা
ভালবাসা  স্বপ্নের মেলামেশা,
আকাশে হাজারো প্রজাপতি
ফুলের সুবাস ছড়িয়ে মাতামাতি  ।

দিন রাত এক হয়
ভেঙ্গে দিয়ে সব ভয়,
মানে না কোন বাঁধার বাঁধন
শোনা যায় শুধু নূপুরের নিক্কন  ।

ছায়া রোদ্দুরে মেঘলা দুপুরে
মিষ্টি লেবুর ওড়না জড়িয়ে,
ওঠে কালবোশেখীর তুফান
সব ভেঙ্গে খানখান  ।

সবুজ  সবুজ  সবুজ
মন বড় অবুঝ,
পায়ে পায়ে মন চলে যায়
সাগর পাড়ে এক লহমায়  ।।