আলো আঁধারির খেলায়
স্বলাজ বধূ মধুর বেলায়,
খুলে দেয় তার অবগুণ্ঠন
জুড়ায় শরীর মন লুণ্ঠন,
গভীর প্রেমের জোয়ারে ভেসে
ছড়ায় মুক্ত মধুর হেসে,
দীঘির কালো জল
করে টলমল,
শাপলা দল বেজায় খুশি
করে শুধু হাসাহাসি,
শঙ্খ চিল গাছে গাছে ডানা মেলে
নিজের মনে লুকোচুরি খেলে,
লজ্জায় অবনত রক্ত শিমুল
চুপটি করে আছে বকুল,
মলয় বাতাস প্রহর গোনে
শঙ্খরা গান গেয়ে চলে আপনমনে,  
স্বলাজ বধূর নেই কোন লাজ
আলো আঁধারিতে প্রাণের সাজ ।।