কত দিন পর দেখা -
কত যুগ হয়ে গেছে পার,
তুমি একটুও বদলাওনি ।
কষ্টি পাথরে তৈরি শরীর -
চোখের চোরা চাহনি
একমাথা ঝাঁকড়া চুল
বলিষ্ঠ দু'বাহু
কানের পাশে ছোট্ট কালো তিল,
নেই শুধু সেই বাঁশিটি ।


আমি তোমার সেই অবন্তি -
রাসমঞ্চ, রানীবাঁধ, জোড়ামন্দির,
কত দুষ্টুমি কত খেলা,
হাতে হাত রেখে
দু'জনে ছোটাছুটি ।


এখনও কাঁকর বিছানো পথের দু'ধারে -
রাধাচূড়া কৃষ্ণচূড়া দোল খায়,
হাতছানি দেয় সাথী হতে
স্বরনিকার সোপান বেয়ে ।


কত দিন পর দেখা -
চলনা আবার ছুটে চলি
সাথে তোমার সেই বাঁশিটি,
বাজনার তালে তালে
রাসমঞ্চ রানীবাঁধ জোড়ামন্দির,
রাধাচূড়া কৃষ্ণচূড়া সঙ্গী করে
কাঁকর বিছানো পথ ধরে
হারিয়ে যাই তুমি আমি
বহু যুগের ওপারে ।।