পাহাড়ী ঝর্ণা বয়ে চলে
কুলুকুলু রবে
প্রত্যাশার ভালবাসা বুকে নিয়ে ।
ঝিকিমিকি রোদ্দুরের চাদরে
উচ্ছলতায় ভরপুর দেহ-বল্লরী
উন্মাদনায় আত্মহারা
প্রস্ফুটিত অঙ্কুর
নব-যৌবনের প্রতীক্ষায় ।
রামধনুর সাত-রঙা রঙে
রঙিন মন হারায়
আদি-অনন্ত খেলায় ।
প্রফুল্লতার আবেশে
লুকিয়ে রাখে
হৃদয়ের ওঠানামা ঢেউ,
আবেগে স্বপ্ন দেখে
রক্তকরবীর মোহময়ী রূপে,  
শতত সৌন্দর্যের মূর্ছনায়
পাহাড়ী ঝর্ণা বয়ে চলে
প্রত্যাশার ভালবাসা বুকে নিয়ে ।।