ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে
শুধুই ভেবে চলেছি -
কালের অমোঘ নিয়মে
হারানো বাস্তব
কত কঠিন সত্য,  
গৌড়াধিপতিরা বিলুপ্ত
স্মৃতি-সৌধে
সুলতানিদের উত্থান-পতন
বিস্তারিত বিধ্বস্ত ধূলিকণায়,
মায়াজালে জড়ানো স্মৃতি
লেখা পাতায় পাতায় ।
গুরু গম্ভীর বাতাসে
ইতিহাসের পাতা উড়ে যায়
সৌধ-পাথরের মজ্জায় মজ্জায়,
কালের ছায়াপথে দেখে চলেছি -
শশাঙ্ক-পাল-সেন-গনেশ-যদু,  
আত্মহারা হয়ে ছুটে যাই
জীবন্ত মূর্তিগুলোর
অদৃশ্য হাতছানিতে,
ভগ্নরেখায় উজ্জ্বল গহ্বরে
তোমরা এখনও বিরাজমান
ইতিহাসের পাতায় ।।