তখন আমি মাঝ দরিয়ায়
চারিদিকে জল আর জল,
রাতের ঘন আঁধারে
আবছা আলোর ছোঁয়ায়
মাথার উপর আধ ফালি চাঁদ,
অনেক দূরে ঝাউ গাছের সারি
হাতছানি দিয়ে ডাকে
চলে আয় চলে আয় ...
যাব ? না যাব না ...?
সাগর কানে কানে বলে
আরও একটু থাক ।
তোমার রূপ-জালে আচ্ছন্ন আমি
এত তাড়াতাড়ি তোমায় ছাড়া যায় ?
বিশাল ঢেউয়ের উপর ছোট্ট তরী
উথাল পাথাল ভয়ে মুহ্যমান,
নিমেষে একরাশ শান্ত হাসি ছুঁড়ে
আমায় মুক্ত করে দেয় রহস্যে,
জ্যোৎস্নাকে সঙ্গে নিয়ে আমাকে
পার করে দেয় শ্বেত শুভ্র ভেলায়,
ভালবাসা রেখে বলে যাই
আজ যাই সুন্দরী ...
ফিরে আসব বার বার ।।