মনে আছে সে দিনের কথা
ছিল এক ভালবাসার দিন,
ছোট্ট পলাশ গাছটা
তুমি আমি দু'জনা
লাগিয়েছিলেম ছোট্ট দীঘির পাড়ে,
ও একটু একটু করে বেড়ে উঠেছে
ভালবাসার নীরব সাক্ষী হয়ে,  
কৈশোরের সীমানা পেরিয়ে
যৌবনের সন্ধিক্ষণে
আকাশে বাতাসে লেগেছে
বসন্তের ছোঁয়া,  
পলাশ গাছটা অঙ্কুরিত
আগামীতেই হবে লালে লাল
স্বপ্ন সার্থক হবে তোমার
ভালবাসার দিন এসে গেছে,  
তুমি আছো অনেক অনেক দূরে
সাত সাগর তেরো নদীর ওপারে,  
আকাশ একটাই
হোথায় ছড়িয়ে যাবে
লাল পলাশের আবির
ভালবাসার রঙের রক্তিম আভা ।।