তোমার হাতে হাত রেখে
হাঁটবো অনেক পথ
পাহাড়ের ফাঁক দিয়ে
দেখবো সূর্যোদয়,
দেবদারু পাইনের মাঝে
ঝিকমিকিয়ে রোদের আলো
শীতের চাদর গায়ে মুড়িয়ে
পোয়াবো সে তাপ,
মাথার উপর মেঘের সারি
করছে হাসি খেলা
ধরতে বড় সাধ হয়
বাড়িয়ে দিলেম হাত,
ঘন কুয়াশা ঢেকে দিল
মোদের সে আশা
তুমি কোথায় দেখতে যে না পাই
হাতরে মরি হোথা,
এক ঝলক রোদ হেসে
ছিঁড়ে দিল কুয়াশা,
কু ঝিক- ঝিক গাড়ির আওয়াজ
মনটা যে হয় খুশি বেজায়
আঁকা-বাঁকা পথ কাটিয়ে
চলল অনেক অনেক দূর,
খাদ ঘেঁষে চলল ঘোড়া
টক-বক টক-বক
মোদের দেখে খিলখিলিয়ে
হাসে ঝরনা,
পাহাড়ি নদী বয়ে চলে এঁকে বেঁকে
কাঞ্চনজঙ্ঘা হেসে ওঠে
মেঘের বুক চিরে
ডুবল সূর্য সাঝের আঁধার,
পাহাড়ময় ঝিকমিকিয়ে
জোনাকি উঠল জ্বলে
হাতে হাত ধরে মোরা
ফিরি আপন দোরে ।।