এসেছিল ঝুমুর নাচের দল
জমিদার বাড়ির নাটমন্দিরের চাতালে,
পুজোর পর গা-শিরশিরানি গায়ে মেখে
অনেকের সাথে শিউলি মেয়ে
যোগ দিত নাচ দেখার দলে।


ছিল সে দলে এক সুঠাম তরুণ
মুখে তার সদা ঝরে চাঁদের হাসি,
সন্ধ্যায় ঝুমুর মাদলের তালে তালে
হোতো দৃষ্টি বিনিময় শিউলি মেয়ের সনে
মনে মনে বুনতো জল্পনার জাল ।


নতুন আশার নতুন স্বপ্নে ভরে যেত দু'নয়ন
বুকে তার কত ভরসার আলো,
অবশেষে একদিন দেখা হয় দু'জনার
পুকুর পাড়ে ভর দুপুর বেলা
সিক্ত বসনে শিউলি তখন ফিরছে বাড়ির টানে ।


প্রথম দেখায় অনেক কথা
সলজ্জ শিউলি আঁচলে মুখ লুকায়,
তারপর দেখা হত নিয়মিত
পুকুর পাড়ে, বুড়ো বটতলা
আর মেঠো পথের বাঁকে বাঁকে ।


একদিন কাকভোরে ফিরে যায় ঝুমুর নাচের দল
শিউলিকে আশা দিয়ে তরুণ বহু দূর দেশে,
দিনের পর দিন সময়ের ঘড়ি পার করে একটি বছর
শিউলির মনের জমানো ব্যথায়
চোখের জলে ভেসে যায় নাটমন্দিরের চাতাল ।।