শেষ রাতের আকাশ -
চাঁদ ঢলে পড়েছে
একরাশ সোনালী স্বপ্ন গায়ে মেখে
পূবের বারান্দায় আমি একা
অজানা একঝলক হাওয়া
কানে কানে বলে চলো আমার সাথে
তোমার সোনালী স্বপ্নের রঙিন পথে
অদ্ভুত ভালবাসার আলিঙ্গনে ।  


নিমেষে মনের মাঝে
জন্ম নিল পাখির পালক
উড়ে চললাম সঙ্গী হয়ে
অনেক অনেক দূরে
এক অচেনা পৃথিবীর দেখা পেয়ে
হারিয়ে গেলাম প্রকৃতির মাঝে
নেই ব্যথা নেই দুঃখ
আছে সেথা শুধু সুখের স্বপ্ন ।


চাঁদ সরে গেছে
ঊষার আলো উদ্ভাসিত দিগন্তে
নতুন সূর্য ছড়িয়েছে নতুন দিনের আভাস
অজানা বাতাস উধাও
অদৃশ্য সোনালী স্বপ্নের রঙিন পথ
হারিয়ে যায় সেই অচেনা পৃথিবী
একরাশ সোনালী স্বপ্ন গায়ে মেখে
পূবের বারান্দায় তখনও আমি একা ।।