নতুন বর্ষে নতুন সাজে  
এলে তুমি আবার
বরণ করি তোমায়,
ফুল মালা ধূপ চন্দনে
মিষ্টি মুখ করবে সবাই
তোমার আমন্ত্রনে ।
ভোরের বেলা নতুন শিশিরে
পরশ মেখে এলে
নতুন বার্তা নিয়ে -
পুরানো দুঃখ ভুলিয়ে
নতুন স্বপ্ন দেখার অঙ্গীকারে
সবুজ সহজ সরল জীবনে ।
সাগরের অফুরন্ত ঢেউয়ের
অনাবিল শুভ্র হাসি  
জানায় আনন্দোচ্ছাস,
নতুন দিনে নতুন স্বপ্নে শপথ করি সবাই
প্রতিদিন কাটুক ভালোবাসার অঙ্গনে
কাটুক নতুন সৃষ্টি নিয়ে ।।