তুমি রবি বিশ্বকবি
রয়েছ মোদের প্রাণে
প্রভাতের কিরণে
দ্বিপ্রহরের প্রখর রশ্মিতে,  
কনে দেখা গোধূলির আলোয়
সন্ধ্যার নিবিড় ছায়ায়
রাতের ঘন আঁধারে
সদা আছো মোদের সনে ।
তুমি প্রতিটি বাঙালির আত্মার শান্তি
প্রাণের আনন্দ
প্রতিটি গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত
শীত বসন্তের গহনে তুমি,
সুখ দুখের সাথী হয়ে
জড়িয়ে আছো সারাটা বছর
সারা জীবন বাঙালির হৃদয়ে  
তুমি রবি বিশ্বকবি ।।

( আজ ২৫শে বৈশাখ । কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন । তাঁর জন্মদিনে আমার শ্রদ্ধাঞ্জলি । )