ঈশান কোণে মেঘ জমেছে
কালবোশেখির ঝড় উঠেছে ।
ঝড়ের দাপটে আকাশ মাতাল
নৃত্যের তালে গাছগাছালি উথাল পাথাল ।
একা বসে চিলে কোঠায়
অনেক কথা স্মৃতির পাতায় ।
কালবোশেখির দুপুর বেলা
মনে পড়ে ছেলেবেলা ।
যেতাম তুমি আমি আম বাগানে
কোঁচড় ভরা আম কুড়িয়ে ভিজতাম দুজনে ।
আকাশ ভেঙ্গে বৃষ্টি যখন পাগলপারা
শীল কুড়ানোর আনন্দে তখন আত্মহারা ।
ঘরে ফিরে কাঁপত শরীর থরথর
মায়ের কানমলায় চোখে জল ঝরঝর ।
হারিয়ে গেছে শিশুবেলা
ভাবি আসে যদি ফিরে সেই বেলা ।
মুক্ত ঝরা বৃষ্টির মাঝে
হারাবো আবার খেলার সাঁঝে ।।