তুমি আছো
তাই এই সুন্দর পৃথিবীর রূপ দেখা
তুমি আছো
তাই শৈশবের পায়ে রাখা
তুমি আছো
তাই শিক্ষার হাতে খড়ি
তুমি আছো
তাই কৈশোরের স্বপ্ন দেখা
তুমি আছো
তাই জীবনকে  গড়ে তোলা
তুমি আছো
তাই স্বর্গ-সুখ মোদের আঙিনায়
তুমি আছো
তাই ভবিষ্যৎ পথ চলা
তুমি আছো
তাই এত ক্ষমা পাওয়া
তুমি আছো
তাই পাওয়া অফুরন ভালোবাসা ।

তোমার স্নেহের পরশে
ধন্য এ জীবন
অ-গনিত তারাদের মাঝে
তুমিই উজ্জ্বল নক্ষত্র
তুমি পিতা
মোর আকাশে ধ্রুবতারা ।।

(আজ ফাদারস' ডে । ফাদারস' ডে-তে আমার শ্রদ্ধাঞ্জলি )