সে এসেছে -
কানে কানে শুনি গুঞ্জন
তমসাঘন আকাশ
গুরু গুরু গর্জন
মন্দিরার সুর বলে
এসে গেছি আমি এসে গেছি
খোল দ্বার -
এস বাহির হয়ে
বহু দিনের জমে থাকা
প্রেমের অঙ্কুরি
মঞ্জুরিত হবে আজ
দ্বার খুলে গেল -
ছুটে সে রাজপথে এল
জুই বেলির অভিবাদন
খুশির আমেজে ভরপুর মন
নৃত্যরত সাথে সাথে
নিক্কন চলে বেজে
ঝুমা ঝুমা ঝুম ঝুম
রোমান্টিক রঙে ভেসে ভেসে যেতে
চিত্ত আকুলতায় উদাসী বাসনা
হারায় নিবিড় বনাঞ্চল মাঝে
শুনিয়ে যায় রকমারি চরনধ্বনি
রিমঝিম রিমঝিম
ঝুমা ঝুমা ঝুম ঝুম  ।।