একটু ছুঁয়ে দেখা মেঘ
আধফালি চাঁদের কিনারা
ঘেঁষে চলে,
একটু ছুঁতে পাওয়ার আনন্দে
বিহ্বলতা  দিগন্তে ছড়িয়ে যায়
স্মৃতি-মেদুরতার রোমন্থনে ।

মেঘের আলিঙ্গনে বার বার
হারায় রূপালি শশীকলা
ভেসে আসে কল্পনালোক হতে
দেবলোকের স্তবধ্বনি,
ছোট্ট নদী বয়ে চলে
জোয়ারের টানে
প্রেম-হিল্লোলের নেশায়
চায় আকাশ পানে ।

একটু ছুঁয়ে দেখা নদী
আয়নায় দেখায় মুক্ত-সোনার বৃষ্টি  
আধফালি চাঁদের কিনারায়,
একটু হৃদয়ে পাওয়ার আনন্দে
ছলাৎ ছলাৎ তরঙ্গ ছড়ায়
আঁকাবাঁকা পায়ে ভালোবাসার রঙে ।।