আবার এলেম ফিরে
মায়ের মিষ্টি কোলে
লেবু ফুলের গন্ধ মাখানো
মাটি নিকানো ছোট্ট আঙিনায়
এক চিলতে সোনা রোদ্দুর
গায়ে মেখে পাখিদের কলকাকলিতে
শুনি ভোরের বাতাসের কানাকানি
ছুটে চলি ধানক্ষেতের সারি পেরিয়ে
খোলা মাঠের মাঝে ।

শুরু হয় ছেলেবেলা
স্মৃতি মাখানো ঘুড়ি কাটার পালা
খামখেয়ালী মন চলে নদীতে
ঝাঁপিয়ে শান্তির নীরে
কখনও পারাপার করে
অজানা চিত্রগুলি ধরা দেয় জলের ঘূর্ণিতে
দ্বিপ্রহরের শেষ সীমায়
পশ্চিম আকাশে রক্ত রাগের পরশ নিয়ে
ফিরে আসি আপন কুলায় ।

সন্ধ্যাতারাদের সমাগমে  
চাঁদ মামা এসে আদরে টিপ দেয়
তুলসী তলায় মায়ের হাতে
জ্বলে ওঠে সাঁঝ বাতি
বাতির শিখায় তপ্ত হাতে
মাথায় ছুঁয়ে যায় সে আপন কাজে
ঘনিয়ে আসে নিঝুম রাতি
মায়ের বুকে ফিরে আসি নিভৃতে
ছোট্ট সোনার চুম্বনে ।।