নিকষ কালো আঁধারের প্রাচীর
বিরহিণীর চাপা কান্নায় খান খান
মেঘের রাজপথ
স্পর্শহীন প্রেম-আগুনে ছারখার,
কবি শূন্য ঘরে গাঁথে
হৃদয়ের ব্যথাতুর কাব্যমালা
খোলা জানালা পথে চাপা বাতাসে
করুণ ইমনের সুর,  
অনুভবে প্রিয়জনের
সুখ-স্মৃতির আত্মকথা
প্রিয়হীন প্রাসাদে একা প্রহর গোনা
মর্মরে অগ্নিসিক্ত হতাশার ব্যঞ্জন,
আঁধারের ঘনত্ব ভেঙ্গে
অচেনা পৃথিবী থেকে
উড়ে আসা এক জোনাকি
হয়ে ওঠে নতুন পথের দিশারী ।