সেদিনও নেমেছিল এমন সন্ধ্যা
তুমি আমি গঙ্গার তীরে
------------------------
এক ঝাঁক পাখির দল
কলতানের উচ্ছলতায়
ফিরে যায় আপন কুলায়,
দিন শেষের এক ছটা রশ্মিতে
উজ্জ্বল তোমার দুচোখের তারা
সন্ধ্যার সুনিবিড় আমন্ত্রণে,  
এক ফালি চাঁদের মৃদু আলোয়
মুগ্ধ তোমার অবয়ব
স্নিগ্ধ দ্যুতিতে প্রকাশ,  
স্রোতস্বিনী গঙ্গা কলকল ধ্বনি
মাঝির ডাকে এপার ওপার
অনেক দূরে গ্রামের হাতছানি,
দুজনে হাত ধরে ছুটে চলি
ঘন বনবিথির সরল টানে
একগোছা বনফুল তোমার কবরীতে,
আনন্দের আশ্রুবানে
কাঁধে রেখে মাথা
পরম নিশ্চিন্তের আশ্রয়ে,  
তোমার রচনা ভবিষ্যতের সুখনীড়
এমন করে কেটেছিল অনেক বেলা
শেষ রাতের চাঁদের হাসিতে ভাঙ্গে চমক,  
ভোরের আকাশ বলে এবার ঘরে ফেরার পালা
মাঝির গানের তালে পা ফেলে আবার পারাপার
আজ সব আছে শুধু নেই তুমি,
স্মৃতি নিয়ে আমি একা ।।