ক্লান্ত মন খোঁজে নতুন পৃথিবীর স্বাদ
অবসাদে ছিন্নভিন্ন সব রঙের প্রলেপ
বজ্র কঠিন শাসনে হত ফুলের গালিচা,  
কণ্টাকীর্ণ চলার পথ
তমশাছন্ন বাসর শয্যায়
ক্ষীণ প্রদীপের শিখা,
অস্তনমিত মেঘলা ঝড়ে
অশরীরী আত্মার ছায়ায়
দগ্ধ সুখের ঘর,
পদপৃষ্ঠে দলিত ভালবাসা
তবু হয় না শেষ
আশায় স্বপ্নের রেশ,
নিশ্ছিদ্র অন্ধকারের মাঝে
জোনাকিরা সৃষ্টি করে চলে
আলো ঝলমল করা এক নতুন দেশ ।।