সোনার শহর ঘিরে আছে
সোনার দুর্গ
বুক ভরা ভালবাসা নিয়ে
ডাকছে বার বার
স্বপ্নে ঘেরা সে দুর্গে
আছে অনেক পূরাণ ।

অস্থির মেঘগুলো
খামখেয়ালী চালে চলে
ওদের ভাষা বড় দুর্বোধ্য
মিষ্টি হাসি হেসে পাঠায় বার্তা
সোনালী রোদ এসে উপচে পড়ে
সোনাভরা উচ্ছাসে ।  

অলিগলি পাথুরে পথে জড়ানো
অনেক গোপন ইতিহাস
অতন্দ্র প্রহরীর মত
থাকবে যুগে যুগে
যাদুঘেরা ভালবাসার টানে
সোনার শহর ডাকবে বারে বারে ।।