শাল পিয়ালের সারির ফাঁকে
রোমান্টিক রাতে বিরহিণী
চন্দ্রিমার দেখা ... একা,
হাওয়ায় আলুলায়িত কুন্তল
তৃষিত চোখের তারা
কাঙ্খিত পথ চেয়ে ক্লান্ত,
অসংখ্য আলোর বিন্দুর আলাপনে
রাত জাগা পাখির বুক চেরা আর্তনাদে
থরথরিয়ে ওঠে শরীরের শিরা-উপশিরা,
বুনো সুবাসের আচ্ছন্নতায়
অজানা প্রেম খোঁজে তরুলতা
ষোড়শী রেখে যায় অপরূপ সুখ-স্বপ্ন ।।