ঝোড়ো হাওয়ায় ওড়ে
ঝরাপাতার সারি
রক্তরাঙা পলাশের আঙিনায়
নাম-না-জানা কত রঙ-বাহারি,
আম্র-মুকুলে দোলা দেয়
রোমান্টিক হাওয়া
দীঘির জলে কলধ্বনি তোলে
বুনো হাঁসের নাওয়া,
রাখাল ছেলে বাজায় বাঁশি
সবুজ বনানীর ছায়ে
গো-দল সব পাশে এসে
শুনতে থাকে ডাইনে-বায়ে,
আলো করা মিষ্টি বিকেলে
পিউ-কাঁহা কুহু সুরে  
সে এসে দাঁড়ায়
সোনার চাদরে গা মুড়ে,
চোখের তারার দ্যুতিতে
উচাটান দুটি প্রাণ
একাত্ম হয় রঙিন প্রলেপে
ভালবাসার রামধনু গায় জয়গান ।।