সাগরের ঢেউয়ের উত্তালতায়
সামান্যতম আশার খড়কুটো
ভেসে যায় বার বার
তবু দেখে স্বপ্ন,
দাবানলের তাপগ্রাসে
ঝলসে যায় বর্তমান
দু'মুঠো অন্নের সন্ধানে
তবু দেখে স্বপ্ন,  
যন্ত্রণায় ঝাঁঝরা হয়ে যাওয়া মন
হৃদয়ের চাওয়া পাওয়া ছেড়ে
শুধু বেঁচে থাকার আশায়
তবুও দেখে স্বপ্ন ।  

ভবিষ্যতের স্ফুরণ
গড়ে তোলে অজস্র স্বপ্ন  
দুর্নিবার ঘূর্ণি ঝড়
ওলট পালট করে দেয় সব,
নতুন ঝংকারের সুরমালিকা
কিশলয়ের আন্দোলন
এক এক করে সারিবদ্ধ ভাবে
বালিয়াড়িতে করে চলে নাচানাচি,
জীবনের তাগিদে অন্ন-মুষ্টির জ্বালায়
ঢেউয়ের উত্তালতা দাবানলের তাপগ্রাস
ঝাঁঝরা মন উজাড় করে
তবুও সাজিয়ে যায় স্বপ্নের পাহাড় ।।