গভীর অন্ধকারাচ্ছন্ন গুহায়
শীতল চাদরের আচ্ছাদনে
অশরীরী আত্মারা পরস্পর কথা কয়
আর প্রতীক্ষায় থাকে টাইফুনের,  
চাওয়া পাওয়ার কঠিন দোলায়
খেলা করে নির্মম ইতিহাস
ঠাণ্ডা কঠোর বজ্র-মুষ্টি হাতগুলোর
কত জিজ্ঞাস্য সমাজের বুক চিরে !
বিষম অতীত ঝাঁঝরা করে দেয়
বাঁধ ভাঙ্গা নিঃশব্দ কান্নার অস্তিত্ব
খুঁজে পেতে চায়
এক নব যুগের স্ফুরণ,
সমুদ্র জলরাশির নিনাদে
টাইফুনের উত্তালতার অবসানে
মেঘাকাশে আবির্ভূত নতুন আলোর বিন্দু
অঙ্কুরোদ্গম হয় স্বর্ণ প্রভাত,
অশরীরী আত্মারা আর কথা কয় না
গভীর অন্ধারাচ্ছন্ন গুহায়
স্বর্গ সুধা পান করে ঘুমিয়ে পড়ে
মৃদু শান্তির ছায়ায় ।।