নীরব রাতের তারা
আনন্দে আত্মহারা
চুপি চুপি বলে
মেঘের সাথে কত কথা,
গোপন প্রেমের সাক্ষী হয়ে
মোহময়ী চন্দ্রিমার আলো ছড়িয়ে  
উড়ে চলে অজানা অভিসারে
সাদা কালো মেঘের দলে ভেসে,
ব্যস্ত রজনী বড়ই নিঠুর
মানে না সে সন্ধ্যে-আঁতুড়
যবনিকা টানে লক্ষণ-রেখা  
প্রহর শেষে আবছা রঙের খেলায়,
মেঘের সারি সরে সরে যায়
মরমে মরে তারার দল মুখ লুকায়
আত্মগোপন করে আরেক দেশে
অপেক্ষায় আগামী রজনীতে ।।