হারানো স্বপ্নগুলো  
বিদ্ধ করে শরীরের
শিরা উপশিরা
টাইফুনের মত,  
নিষ্প্রাণ শবের কবরে  
নড়ে চড়ে ওঠে
মুখর অতীত
ধূপের উড়ে যাওয়া ছাই,
একগুচ্ছ লালগোলাপের অপরূপতায়
প্রাণ ভরা নিঃশ্বাস নিতে নিতে  
মৃদু সৌরভে জাগে প্রাণের স্পন্দন
চায় মোমের মৃদু আলোর ছোঁয়া,  
মুক্ত আকাশের শামিয়ানায়
ভালবাসার আবেগ ছড়িয়ে
হারানো স্বপ্নগুলো ঘুরে ফিরে  
নতুন করে পায় নতুন পৃথিবীকে ।।