ঘষা কাঁচের আড়ালে
একগুচ্ছ ফুলের হাসি
ঢাকা পড়ে যায় মৃত্যুন্ধকারে
নিপীড়িত দলিত ভালবাসায়
নিঃশেষিত হয়ে যায় সব সৌরভ-সুধা ।

বদ্ধ ঘরে ধুলোর ঝড়ে
গোলাপ-পদ্ম-চাপা-জুঁইয়ের দল
আঁধার-প্রাচীরে খোঁজে
একবিন্দু সূর্য-রশ্মি  
অদম্য বাঁচার নেশায় ।।