শ্রাবনের ধারা হয়ে যদি এলে কাছে
সিক্ত করো স্রোতের সুধায়
মুছে দিয়ে শান্ত বিকেলের জলছবি,
বৃষ্টি ভেজা লেবু ফুলের গন্ধে
ছড়ানো ভালোবাসার স্বাদ
কচু পাতার ভেলায় ভাসে,
এক কণা মুক্তোর প্রাণ
অবহেলিত বুনো ফুলের সারি
পায় যৌবনচ্ছাসের নব ভাষা,
একমুঠো সব তুলে হাতে
ভিজা কবরীর ফাঁকে
গাঁথলে মালার ছন্দ,
আবেশে আবদ্ধ হয়ে খুঁজতে খুশির নীড়  
বুনো হাঁস খেলে বেড়ায়
এপার ওপার দীঘির তীর ।।