সলজ্জ কিরণে মাখামাখি হয়ে  
ঘন মেঘের আস্তরণ ভেদ করে
উঁকি দেয় একফালি চাঁদ
দুটি ভালোবাসা-অঙ্কুরে,
কদমের সুশীতল ছায়ায়
পাশাপাশি মধুর তালের ছন্দে  
সেতারের সুর তুলে নৃত্য করে
আবর্তমান পত্রদল,
সঙ্গীতের সুরায় মুহ্যমান
কদম্বের মোহিনী রূপে
সমুদ্রোচ্ছাসে ভেসে যায়  
ভালবাসায় আবিষ্ট দুটি মন,
মুহূর্তে আচ্ছাদিত ঘন কালো মেঘ
ঘটায় ছন্দপতন
লজ্জিত চন্দ্রকিরণ  
বর্ষনাসিক্ত ভালোবাসাদ্বয় ।।