বৃষ্টি ঝরা এমন বাদল দিনে
নেব শুধুই তারে চিনে,

জল রঙে মেঘ আঁকে ছবি
লাল দোপাটি হোল কবি,
সোঁদামাটির গন্ধে পাগল সবুজ বন
শীতল বাতাসের ছোঁয়ায় আকুল মন,
শাল-পিয়ালের বনের মাদল  
ঝমঝমাঝম  শাওন বাদল,
রিমঝিমঝিম নূপুরের বোলে
বাউল মেয়ের তনু দোলে,
ললিত হাসির সুমধুর তানে
জুঁই বেলির কোলাকুলির গানে,
গাঙ-শালিকের দল বেজায় খুশি
লাল ফরিংয়ের সুন্দর হাসি,
ছোট্ট নদীর ভরা যৌবন
মুক্ত হাওয়ায় আনে প্লাবন,
শতদলে আসে ভ্রমর
হাল ছেড়ে মাঝি বাঁধে নোঙর,

বৃষ্টি ঝরা এমন বাদল দিনে
নেব শুধুই তারে চিনে ।।