ঘন শ্রাবণ ধারায়
টুপ টুপ করে ভেজে
কালো এলো-চুল
আটপৌড়ে শাড়ির আঁচল,

শরীরের প্রতিটি শিরা-উপশিরায়
জাগে বিদ্রোহিণীর সুপ্ত-সুর  
মোহময় সিক্ত চাহনিতে  
বিদ্ধ হয় রাতের আঁধার,  
দ্বিধাবিভক্ত মনের অন্দরে
ওঠে মাটি কাঁপিয়ে ঘূর্ণি  
বিদ্যুতের ঝলকানিতে
কেঁপে ওঠে কামনার পদতল,
এক চিলতে পূব-আলোর ছটায়
গড়ে ওঠে সুখী গৃহকোণ এক লহমায়  
অনাবৃত বাহুদুটি প্রসারিত হয়
সৃষ্টিশীল নীড়ের সন্ধানে,

ঘন শ্রাবণ ধারায়
টুপ টুপ করে ভেজে
কালো এলো-চুল
আটপৌড়ে শাড়ির আঁচল ।।