মেঘের কোলে চাঁদের পাহাড়
নিঝুম রাতের শেষ প্রহর
ক্লান্ত জোনাকিরা ঘরে ফেরে
শান্ত পরিবেশ মনোহর,
স্বপ্ন পাখিরা ডানা মেলে  
আকাশ শামিয়ানা তলে  
সুপ্ত সুর বেজে ওঠে
সেতারে ভৈরব মহলে,  
রক্ত রাগের নব উচ্ছ্বাসে
মন নাচে নতুন আশায়
কিশলয়ের মৃদু কাঁপনে
ময়ূরী পেখম দোলায় চঞ্চলায় ।।