মূর্ছনার আবেশে
ফিরে আসি একটি বিশেষ দিনে
আবেগাপ্লুত হয়ে
ভালোবাসায় তারে চিনে ।

লাল-পলাশের কার্পেটে মোড়া মেঠো পথে
মেঘমল্লারের সুরে ভাসে দুষ্টু ভ্রমর
গুনগুনিয়ে যায় প্রেমের মুক্ত মালা
পিউকাঁহা লুকোচুরি খেলে সারা প্রহর,  
ধান-সারি সরিষার ক্ষেত পার হয়ে
ছোট্ট দিঘির পাশে
বেগুনি বোগেনভেলিয়ার তলে
বকের দল এখনো আসে,
সোনালী রোদ্দুরে মুচকি হেসে  
রাজহাঁস দিঘিতে করে চলে খেলা
মেঘের তুফানে আসা চেনা অ-বয়ব
ডাকে অচেনারে ভাসিয়ে ভেলা,
দাঁড়িয়ে থাকে হলুদ গোলাপ
দোদুল্যমানতা বুকে চেপে  
কখন সে আসবে বোগেনভেলিয়ার তলে
আকাশ থেকে পুস্পবৃষ্টি ঝেঁপে,
গোলাপি আঁচল উড়িয়ে এক উদাসী হাওয়া
বলে যায় “এই তো আমি তোমার কাছে”
আনন্দাশ্রুধারায় গোলাপ অনুভব করে  
একমুঠো ভালোবাসা শুধু তারই জন্য আছে,  

মূর্ছনার আবেশে
ফিরে আসি একটি বিশেষ দিনে
আবেগাপ্লুত হয়ে
ভালোবাসায় তারে চিনে ।।